চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মুদি ব্যবসায়ী মোঃ সানি আহম্মেদ (২৫) অপহরণের শিকার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছেন। একইসঙ্গে অপহরণে জড়িত পাঁচ যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম সানি আহম্মেদ শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাগবাড়ী বাজারে মুদি দোকান পরিচালনা করেন। গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বন্ধু দুলাল বাবু (২৯) ও সোহেল রানা (২৭)-এর সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১০টার দিকে দাইপুকুরিয়ার বাগবাড়ী ফিল্ড বাজার মোড়ে পৌঁছালে ৮-৯ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। পরে তারা সানি আহম্মেদকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
বন্ধুরা বিষয়টি দ্রুত তার পরিবারকে জানালে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। খবর পেয়ে পুলিশ ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এসময় অপহরণে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৫-২৫০০ নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ অপহরণকারীকে আটক করে। তারা হলো, উপজেলার জমিনপুর মধ্যপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ আরিফ হোসেন (২৫) ও মোঃ নাসির উদ্দীনের ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন (২৫); কালীগঞ্জ গ্রামের মোঃ আঃ মালেকের ছেলে মোঃ আল আমিন (২২), এরাদত বিশ্বাসটোলা গ্রামের মৃত নাজেল হোসেনের ছেলে মোঃ রাজু (২৩) এবং দৌলতপুর মড়লটোলা গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ রাজু হোসেন (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা (নং-২০, তারিখ: ১৬/০৯/২৫) দায়ের হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৬৪/৩৮৫/৩৮৬ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ধারের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে ভিকটিম ও অপহরণকারীদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন:








