রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

একসাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন লামিয়া আক্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ২৩:০৯

শেয়ার

একসাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন লামিয়া আক্তার
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফল উপজেলার চাদকাঠী গ্রামের বাসিন্দা লামিয়া আক্তার (২২) নামের এক প্রসূতি একসঙ্গে জন্ম দ্যান ৫ জন নবজাতক।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দ্যান।

প্রসূতির লামিয়া মা বলেন, এই নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে এবং ২ জন মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে।

এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল ও আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে এই ঘটনাকে ‘অলৌকিক বলে মন্তব্য করছেন এবং নবজাতকদের দেখতে হাসপাতালের সামনে ভিড় করছেন সাধারণ মানুষ।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, মা এবং নবজাতক সবাই বর্তমানে সুস্থ আছেন। তাবে হাসপাতাল কতৃপক্ষ পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরো বলেন, একটি বিরল ঘটনা হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। বরিশাল ডায়াবেটিস হাসপাতালে ঘটেছে এক বিরল ও আশ্চর্যজনক ঘটনা। যা চিকিৎসা বিজ্ঞানের জন্যও একটি আনন্দের খবর।



banner close
banner close