বাগেরহাটে চাঞ্চল্যকর সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন সোমবার ( ৬ অক্টোবর) রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম সহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের মো. শহিদুল হাওলাদারের ছেলে মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫), একই গ্রামের মো. আব্দুল হাই এর ছেলে মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত এ এস এম হায়াত উদ্দিন (৪২) দৈনিক ভোরের চেতনা পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি তার ফেসবুক আইডিতে একটি সচেতনতামূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আসামীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এর জের ধরে (৪ অক্টোবর) সন্ধ্যায় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চাপাতি, ধারালো রামদা, ছুরি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া ও লাঠিসহ মোটরসাইকেলে এসে হায়াত উদ্দিনকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। মাথা, ঘাড়, পাজর, পেট ও পায়ে গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে সোমবার (৬ অক্টোবর) আদালতে প্রেরণ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
আরও পড়ুন:








