মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ ধরার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক জেলেকে ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চালুহারা, স্থলচর ও বোয়ালকান্দি এলাকায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
অভিযানে দুটি কাঠের নৌকা, চার হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলে হলেন উপজেলার স্থল ইউনিয়নের কিসমত মোল্লার ছেলে মো. রুহুল আমিন (৬০)।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, বিআরডিবি কর্মকর্তা মো. সেলিম রেজা, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী নৌ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
সরকার মা ইলিশের প্রজনন নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে।
আরও পড়ুন:








