রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাই দাবিতে নবীনগরে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ২২:২৯

শেয়ার

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাই দাবিতে নবীনগরে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কতৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে নবীনগর প্রেসক্লাব চত্বরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আমির হোসাইন, শফিকুল ইসলাম, মাওলানা আবুল বাশার, আব্দুল কাইয়ুম মাষ্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন ও নাছির উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে অনৈতিকভাবে প্রায় ১১ হাজার অদক্ষ কর্মী অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের মাধ্যমে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং গ্রাহক সেবার মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের নীতি ও আদর্শ পুনরুদ্ধারের জন্য এসব অবৈধ নিয়োগ বাতিল করে যোগ্য ও মেধাবী ব্যক্তিদের মাধ্যমে ব্যাংকটি পুনরায় সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা নিতে হবে।



banner close
banner close