রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ভৈবর নদে তলিয়ে গেলো সুন্দরবনের টুরিস্ট জাহাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ২২:০৩

শেয়ার

ভৈবর নদে তলিয়ে গেলো সুন্দরবনের টুরিস্ট জাহাজ
সংগৃহীত ছবি

খুলনার ভৈরব নদের কাস্টম ঘাটে নোঙর করা অবস্থায় এমভি জিলান নামে সুন্দরবনের একটি টুরিস্ট জাহাজ ডুবে গেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে নোঙর করা অবস্থায় ভারসাম্য হারিয়ে ডুবে যায় জাহাজটি।

জানা যায়, ভৈরব নদের কাস্টমস ঘাট এলাকায় মেরামত কাজের জন্য নোঙর করা ছিল এমভি জিলান। জাহাজটি রোববার দিবাগত রাত থেকে কাস্টম ঘাট-সংলগ্ন একটি ডকইয়ার্ডে থাকা অবস্থায় নদীতে ধীরে ধীরে ডুবে যেতে থাকে। সোমবার নদীতে জোয়ার হওয়া অবস্থায় পুরোপুরি ডুবে যায়। জাহাজটি খুলনায় 'রেইনবো ট্যুরস' নামে সুন্দরবনে ট্যুরিস্ট কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ছিল।

এ বিষয়ে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড বলেন, জাহাজটি সম্প্রতি সুন্দরবনে ৩ দিনের ট্যুর শেষে মেরামত কাজের জন্য কাস্টম ঘাটে অবস্থান করছিল। জাহাজে এসি এবং বাথরুমের কাজ করা হচ্ছিল। অসাবধানতার কারণে বাথরুমের পাইপ লাইন খোলা থাকায় পানি ঢুকে যায়। বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারায় এক পর্যায়ে ডুবে যায়।

রেইনবো ট্যুরস'র মালিক হারুনুর রশিদের ছেলে মো. জামিল বরেন, জাহাজটি মেরামতের জন্য ডকইয়ার্ডে অবস্থান করছিল। এ অবস্থায় গোসলের পানি জাহাজে লোড দেওয়া ছিল। ফলে একদিকে কাত হয়ে যায় এবং নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে জাহাজটির ভেতরে প্রবেশ করে ডুবে যায়।

জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ভৈরব নদের কাস্টম ঘাটে ডকইয়ার্ডে নোঙর করা অবস্থায় জাহাজটি একদিকে কাত হয়ে যায় এবং নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে জাহাজের ভেতরে প্রবেশ করে ডুবে যায়। জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।



banner close
banner close