রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

সোনামসজিদ এলাকার গোডাউনের ১৪২ বস্তা চাল চুরি, অভিযানে উদ্ধার ৪৪ বস্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ২১:৫৩

শেয়ার

সোনামসজিদ এলাকার গোডাউনের ১৪২ বস্তা চাল চুরি, অভিযানে উদ্ধার ৪৪ বস্তা
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী এলাকায় একটি গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) বিকালে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সোনামসজিদ এলাকার তালতলা বাজারে জালাল উদ্দিনের ঢালাই করা একটি গোডাউন ভাড়া নেন স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবদুস সালাম। সেখানে মেসার্স কাদের সুপার রাইস মিলের আমদানি করা প্রায় ২ হাজার ৮শ বস্তা চাল মজুদ করেন তিনি। গত ৪ অক্টোবর বিকালে গোডাউন পরিদর্শনে গিয়ে ১৪২ বস্তা চাল কম দেখতে পান আবদুস সালাম।

এ ঘটনায় সোমবার (৬ অক্টোবর) বিকালে স্থানীয়দের সহযোগিতায় শিবগঞ্জ থানা পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে কাউয়ুম, আবদুল হাকিম, সফিকুল, জামাল ও আবেদ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী বালিয়াদিঘী-কলোনীপাড়ার মাইমুলের ছেলে আবেদ আলী (৩৪) ও দুখু মণ্ডলের ছেলে জসিম (৩৫)-কে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিবগঞ্জ থানার এসআই কবির হোসেন বলেন, ‘ভুক্তভোগী আবদুস সালাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। চুরি হওয়া বাকি চাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close