রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

রাজৈরে এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫ ২১:৪০

শেয়ার

রাজৈরে এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
ছবি: বাংলা এডিশন

মাদারীপুরের রাজৈরে প্রেম ঘটিত কারণে একটি মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) বিকেলে রাজৈর থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে বলেন,গতকাল রাতে উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কয়েক মাস আগে উত্তম বালা গ্রুপ ও জয়দেব বালা গ্রুপের মধ্যে একটি মেয়েকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তর্কবিতর্কের একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন, গোপাল বালা (৩৫), মিন্টু বালা (৩৩), জয়দেব বালা (৪৫), অসীম বালা (৪০) ও স্বপন বালা (৫৫), প্রকাশ বালা (৫০), বঙ্কিম বালা (৬০), নরেশ বালা (৫০), উত্তম বালা (৫৩), সজল বালা (৪০) ও তুলি বালা (৪২)। তারা সবাই একই এলাকার বাসিন্দা ও পরস্পরের আত্মীয় স্বজন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম তারেক জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। অভিযোগ পেলে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close