কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামিতা (১১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ–চামটা সড়কের নিয়ামতপুর ইউনিয়নের সাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামিতা তাড়াইল উপজেলার কাজলা গ্রামের জহির আহমেদের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রামিতার চাচা মোশাহিদ জানান, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কিশোরগঞ্জ থেকে দাদার মরদেহ দেখতে বাড়ি ফিরছিল রামিতা। পথে সাকুয়া বাজারসংলগ্ন মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রামিতা গুরুতর আহত হয়।
পরে তাকে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে রামিতার মৃত্যু হয়। দুর্ঘটনায় রামিতার বাবা জহির আহমেদও আহত হয়েছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন:








