ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ১ দিন পার হলেও
সন্ধান মেলেনি ১৩ বছর বয়সী প্রিয়া আক্তারের। মেয়েকে হারিয়ে শোকে কাতর ও বাকরুদ্ধ তার বাবা-মা।
নিখোঁজ প্রিয়া আক্তার সরাইল উপজেলা'র নোয়াগাঁও ইউনিয়নের মধ্য পাড়ার বাসিন্দা সোহাগ মিয়া-র মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুর থেকে খুঁজ মিলছে না তার।
যদি কেউ তার কোনো সন্ধান পেয়ে থাকেন তবে উল্লেখিত দু'টি নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার। 01725-165713 / 01739-236298।
আরও পড়ুন:








