কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলী এলাকা থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের তথ্যে জানা যায়, প্রায় ৩৫ বছর বয়সী ওই নারীকে কুলিয়ারচরের বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই ঘুরে বেড়াতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে অনেকে জানিয়েছেন। তবে কেউ তার নাম-পরিচয় জানতেন না। স্থানীয়রা আরও জানান, ওই নারী প্রায়ই চলন্ত গাড়ির কাছে যেতেন এবং কখনো কখনো গাড়িতে ধাক্কাও দিতেন। লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে থানার আওতাভুক্ত, তাই ভৈরব হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম আল মামুন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:








