ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ঠিকাদার ও জেলা কৃষক লীগের যুগ্মআহ্বায়ক হামিদুল হক ভূঁইয়া হামদুর একটি গাড়ি বিক্রির বিজ্ঞাপন ফেসবুকে ভাইরাল হয়েছে।
আলোচিত গাড়িটি টয়োটা ল্যান্ড ক্রুজার। যার নাম্বার ঢাকা মেট্রো - ঘ ১৫-১১৪২।
সোমবার রাতে স্থানীয় একজন গণমাধ্যম কর্মী তার ফেসবুক ওয়ালে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন৷ যা মুহূর্তে ভাইরাল হয়৷ তাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মন্তব্য করতে থাকেন।
ভিডিওটিতে দেখা যায় একজন ব্রোকার ঢাকার কোন অভিজাত এলাকার একটি আলিশান বাড়ি থেকে বিলাশবহুল গাড়িটি বের করেন৷ তার হাতে ছিল হামিদুল হকের ভোটার আইডি কার্ড৷ হামিদুলকে গাড়ির মালিক দাবি করে তিনি বলেন, এই লোকটি খুব যত্ন করে ব্যবহার করেছেন। ৭৫ লাখের গাড়ি মাত্র ৭০ লাখে ছেড়ে দেবেন।
হামদু ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
হামিদুল হক ভূঁইয়া হামদু সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের মৃত জিল্লুর রহমান ভূঁইয়ার ছেলে।
গত বছর ৯ অক্টোম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ১০ অক্টোম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নিয়ে আসে পুলিশ।
বর্তমানে তিনি জামিন নিয়ে আত্মগোপনে আছেন বলে সূত্রে জানা যায়৷ অনেকের ধারণা তিনি গাড়ি বিক্রি করে বিদেশে পাড়ি জমাবেন৷
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে সাবেক গণপূর্ত মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে হামদু ব্রাহ্মণবাড়িয়ার সব সরকারি অফিসের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সূত্রে জানা যায়, ‘হামদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা, একটি গুম ও একটি বিস্ফোরক মামলা।
আরও পড়ুন:








