বগুড়ার শেরপুরে আদিবাসী সুবাস চন্দ্র মাহাতোর নিজস্ব পুকুর দখল করতে না পেরে একদল সন্ত্রাসী ওসির ছত্রছায়ায় চাঁদাবাজি ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য সাদিয়া আফরিন মিতু।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরও দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শেরপুর উপজেলার কিছু দুষ্কৃতকারী।
তিনি বলেন, উপজেলার উচরং এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. সেতু, খন্দকার টোলারগেট এলাকার মৃত কাদের মির্জার ছেলে শফি মির্জা, হেনা সরকারের ছেলে লিটন মুন্সি এবং হযরত মাস্টারের ছেলে আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সন্ত্রাসী বাগমারা হাড়দিঘীপাড় এলাকার একটি পুকুর দখলের চেষ্টা করে। আদালতের রায়ে পুকুর দখলে ব্যর্থ হয়ে তারা পুকুরের মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না পেয়ে তারা মালিকের পক্ষ নেওয়া মিতুর ভাই মেহেদী হাসান ও মামা আজিজার রহমানের কাছ থেকেও চাঁদা দাবি করে। ২০২৫ সালের ২৯ আগস্ট তারা মেহেদীকে ডেকে নিয়ে টোলারগেট এলাকায় আটক করে ২ লাখ টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
মিতু অভিযোগ করেন, ওইদিন রাতে সন্ত্রাসীরা ঘোলাগাড়ী গ্রামের তাদের বাড়িতে প্রবেশ করে ২ লাখ ১০ হাজার টাকা, মোটরসাইকেলের কাগজপত্র ও মূল্যবান কাগজাদি লুট করে নিয়ে যায়। মেহেদীর কাছ থেকে জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয় এবং সাজানো ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে রাত ৩টার দিকে ছেড়ে দেয়।
পরদিন শেরপুর থানায় অভিযোগ করতে গেলে থানার ওসি এস.এম. মইনুদ্দিন অভিযোগ নিতে অস্বীকৃতি জানান এবং বলেন, ১নং আসামি সেতুর নাম বাদ দিলে অভিযোগ নেওয়া হবে। এতে ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন মিতু।
তিনি আরও বলেন, ওসির ছত্রছায়ায় সন্ত্রাসীরা চাঁদাবাজি, লুটপাট ও ভয়ভীতি দেখিয়ে বেড়াচ্ছে। আমাদের মোটরসাইকেল থানায় থাকলেও মামলা নেয়া হয়নি। পরে ২৯ সেপ্টেম্বর আদালতে মামলা করি, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে।
মিতু দাবি করেন, মামলার পর থেকে সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারকে হত্যা-জখমের হুমকি দিচ্ছে। তিনি পরিবারের নিরাপত্তা ও থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলন বিষয়ে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাঈনুদ্দিনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি
আরও পড়ুন:








