রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৭:২০

শেয়ার

চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত ‘এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মো. পারভেজের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (শনিবার) দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফেনীর কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্তিত ছিলেন ডালিম হাজারী,ফেনী,আবু তাহের,ফেনী প্রতিনিধি, ভূঁইয়া,ডিবিসি নিউজ, প্রতিনিধি এখন টিভি, আরিফুল রহমান, যমুনা টিভি

রিজভী, দৈনিক ফেনী,শাহাদাত হোসেন, ফেনীর সময়, সমিরুদ্দিন, ফেনী প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্ট, আতিয়ার সজল, ফেনী প্রতিনিধি, সময় টিভি,

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, এবং টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা আরও বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনা না হলে সারাদেশে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।



banner close
banner close