রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

রাজধানী জুড়ে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, প্রশাসনের চোখে ধুলো!

মিরপুর, প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৭:০৬

শেয়ার

রাজধানী জুড়ে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, প্রশাসনের চোখে ধুলো!
ছবি: বাংলা এডিশন

রাজধানী ঢাকার রাস্তাজুড়ে এখন অবৈধ অটোরিকশার দাপট। প্রতিদিন হাজার-হাজার অটোরিকশা অনুমোদনহীনভাবে চলছে বিভিন্ন রুটে, যার বেশিরভাগেরই কোনো বৈধ কাগজপত্র নেই। ট্রাফিক পুলিশের চোখের সামনেই এসব যানবাহন চলছে বিনা বাধায়, ফলে সাধারণ যাত্রীদের নিরাপত্তা যেমন হুমকির মুখে, তেমনি বাড়ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা।

সূত্র জানায়, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, উত্তরা, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, যাত্রাবাড়ীসহ প্রায় সব এলাকাতেই এসব অটোরিকশা অবৈধভাবে চলছে। অনেক অটোরিকশা গ্যারেজে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দিয়ে রাস্তায় নামছে, যা এক ধরনের “অঘোষিত সিন্ডিকেট” তৈরি করেছে। এই সিন্ডিকেটের পেছনে নাকি প্রভাবশালী কিছু ব্যক্তি এবং দুর্নীতিবাজ কর্মকর্তার আশীর্বাদ রয়েছে বলে অভিযোগ উঠেছে।



banner close
banner close