রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

মিরসরাইয়ে প্রবাসী হারুন হত্যা মামলার প্রধান আসামি ভাগ্নে শাহিন গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৪:৫৪

শেয়ার

মিরসরাইয়ে প্রবাসী হারুন হত্যা মামলার প্রধান আসামি ভাগ্নে শাহিন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রবাসী মো. হারুন হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের ভাগ্নে শাহিন আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-সাত চট্টগ্রাম।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নওগাঁ জেলার পত্নীতলা থানার মহেশপুর কদমকুড়ি এলাকায় র‍্যাব-সাত ও র‍্যাব-পাঁচ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, হত্যা মামলার পর থেকেই শাহিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, নিহত মো. হারুন গত ৩০ এপ্রিল তিন মাসের ছুটিতে বিদেশ থেকে দেশে ফেরেন। দীর্ঘদিন ধরে পারিবারিক ও পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত নয় জুলাই বিকেলে বোনের ঘরের পানি নিয়ে উঠানে আলোচনা-তর্কের এক পর্যায়ে শাহিন আলম ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হারুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, নিহতের স্ত্রী বাদী হয়ে গত ১৩ জুলাই ২০২৫ তারিখে মিরসরাই থানায় তিনজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

নিহত হারুনের জেঠাত ভাই মো. আনোয়ার হোসেন বলেন, শাহিনের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। বাকি আসামিদেরও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, র‍্যাবের সহযোগিতায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।



banner close
banner close