বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সিহাব শেখকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হয়রানি ও সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মুরইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান-২ মো. সিহাব শেখকে দায়িত্ব থেকে সরানোর অপচেষ্টা ও হয়রানি স্থানীয় গণতন্ত্রের প্রতি চরম অবমাননা। তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে নির্বাচিত জনপ্রতিনিধিকে হয়রানি করছেন। একই সঙ্গে সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও গণরায়ের পরিপন্থী।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকে উপেক্ষা করে একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলে তা স্থানীয় সরকার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করবে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ (সিভিল পিটিশন নং ২৮৫৯/২০২৫) মুরইল ইউনিয়ন পরিষদে সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগের বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-২ মো. সিহাব শেখ তার দায়িত্বে বহাল থাকবেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ প্রত্যাহার, ইউএনও কর্তৃক হয়রানির নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:








