পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া নতুন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান। শনিবার দিবাগত রাত চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখায় জেগে ওঠে পুরো বাজার এলাকা। স্থানীয়রা পানি ও বালু ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে প্রায় ২৩ কিলোমিটার দূর থেকে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ফাইটার শাহদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ব্যাটারি চার্জের দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত পাশের কাপড়, মুদি ও চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। তিনটি দোকান সম্পূর্ণভাবে এবং দুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, “রাতের দিকে হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখি আগুন লেগেছে। সবাই প্রাণপণে পানি আর বালু দিয়ে চেষ্টা করছে। কিন্তু ফায়ার সার্ভিস কলাপাড়া থেকে আসতে আসতেই সব শেষ।”তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, “কুয়াকাটার মতো একটি বড় পর্যটন এলাকায় এখনও ফায়ার সার্ভিস না থাকা অত্যন্ত দুঃখজনক। স্থানীয়ভাবে একটি স্টেশন থাকলে এই ক্ষতি এড়ানো যেত।”
লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাবিব হুজুরের কাপড়ের দোকান, আল-আমিনের ইলেকট্রনিক্স ও ব্যাটারি চার্জের দোকান এবং বাচ্চুর মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া আরও দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ঘটনাস্থলের পরিস্থিতি জেনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেন এবং টিন ও নগদ অর্থ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
স্থানীয়দের দাবি, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা জরুরি—না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন:








