রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

গাজীপুরে আইনজীবী শফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৩:৪১

শেয়ার

গাজীপুরে আইনজীবী শফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য মোঃ শফিকুল ইসলাম প্রধানের ওপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদেমানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভা বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (কামাল), সিনিয়র আইনজীবী এডভোকেট শহিদুল ইসলাম, এডভোকেট মিশুক, এডভোকেট আরিফ ভূইয়া, এডভোকেট জিনাত ফেরদৌস রত্না, এডভোকেট গোপাল সূত্রধর সহ প্রমুখ।

বক্তারা বলেন, একজন আইনজীবীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তিগত নয়, এটি আইনের শাসনের ওপর আঘাত। তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে আইনজীবী সমাজের ঐক্য ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থানের ঘোষণা দেওয়া হয়।



banner close
banner close