রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে ককটেল সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১৩:৩৫

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে ককটেল সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ইউনিয়নের বহুলাবাড়ি এলাকায় ককটেল সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মেইন রাস্তার ধারে ককটেল সদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই এলাকার কিছু মানুষ রাস্তার পাশে সন্দেহজনক বস্তুটি দেখতে পান। প্রথমে স্থানীয়রা গ্রামপুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, কে বা কারা মূল রাস্তার পাশে এই বস্তুটি ফেলে রেখে গেছে তা কেউ জানে না। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটায় তারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। এক বাসিন্দা বলেন, 'আমরা ভয়ে ঘর থেকে বের হতে পারছি না। এলাকাজুড়ে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।'

শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাকিল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত বস্তুটি বোমা বা ককটেল নয়। কেউ হয়তো এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এটি সেখানে ফেলে গেছে। তিনি আরও বলেন, 'আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে আসলে এটি কী ছিল।'

এলাকাবাসীর দাবি, সম্প্রতি এলাকায় সন্দেহজনক কিছু ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।



banner close
banner close