রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে টিসিবি কার্ডের অর্থ আত্মসাতের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫ ১০:৫৭

শেয়ার

সিরাজগঞ্জে টিসিবি কার্ডের অর্থ আত্মসাতের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে টিসিবি কার্ড দেয়ার আশ্বাসে কয়েকশ মানুষের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। জনপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা করে নেয়ার পরও নির্ধারিত কার্ড না পাওয়ায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের পশ্চিম গারদহ, কানগাতি, খোরাগাতি ও পূর্ব গারদহ গ্রামের প্রায় ৫০০ থেকে ৬০০ জন মানুষের কাছ থেকে এই অর্থ নেয়া হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইউসুফ, কৃষকদলের ৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জয়নাল এবং স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল মোমিন সরকার ঘোষিত টিসিবি পণ্য বিতরণের কথা বলে এই টাকা সংগ্রহ করেন।

ভুক্তভোগীরা জানান, টাকা দেয়ার এক মাস পার হলেও তারা এখনো কোনো কার্ড পাননি। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ইউসুফ ও জয়নাল সময়ক্ষেপণ করছেন। অনেকেই এখন তাদের কাছে টাকা ফেরতের দাবিতে প্রতিদিন যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে ইউসুফ ও জয়নাল স্বীকার করে বলেন, ‘জনপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা নিয়েছি। কার্ড দিতে না পারলে টাকা ফেরত দেয়া হবে।’

জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণদাস বলেন, ‘বিএনপির নাম ব্যবহার করে কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের অভিযোগ এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



banner close
banner close