রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ২৩:১৫

শেয়ার

সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না দেওয়ায় চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চা দোকানদার মো. বাচ্চু মোল্লা বাদী হয়ে এনায়েতপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জালালপুর বাজারে দোকানে গিয়ে আব্দুস সালাম ও তার কয়েকজন সহযোগী বাচ্চুর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। তারা জানান, ওএমএস-এর চালের ডিলারশিপ পাইয়ে দেওয়ার বিনিময়ে এ টাকা দিতে হবে। বাচ্চু দাবি করেন, তিনি নিয়ম মেনে ডিলারশিপ পেয়েছেন এবং কোনো চাঁদা দিতে পারবেন না। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দোকানে ভাঙচুর চালান ও তাকে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় দোকানে রাখা ওএমএস চাল বিক্রির দুই লাখ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী মো. বাচ্চু মোল্লা বলেন, “চাঁদার টাকা না দেওয়ায় আমাকে মারধর করা হয়েছে এবং দোকানে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত থাকায় অভিযোগপত্র পর্যালোচনা করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিষয়টি দেখা হবে।

অভিযুক্ত জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, “চায়ের দোকানে একটি ঝামেলা হয়েছিল। আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। উল্টো আমাকে মারধর করা হয়েছে এবং আমার বিরুদ্ধেই অভিযোগ দেওয়া হয়েছে।



banner close
banner close