চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে কাঁচা সবজির বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
শনিবার কানসাট হাট ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনে প্রায় প্রতিটি জিনিসের দাম বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কাঁচা মরিচের দাম প্রতি কেজি ২০০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা, ধনেপাতা ২০০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা, পটল ২৫ টাকা থেকে ৫০ টাকা, করলা ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, পিয়াজ ৫০ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা, আদা ১১০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা, ঢেঁড়স ২০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা, কচু ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, আলু ১৮ থেকে বেড়ে ২৫ টাকা। বলা যায় শুধু সব্জিই নয় প্রায় প্রতিটি ভোগ্যপণ্যের দামই বেড়েছে।
সবজি বিক্রেতারা বলছেন, মোকাম (কাঁচামালের আড়ৎ) গুলোতে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে ব্যবসায়ীরা বৃষ্টিপাত ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় সব্জির মূল্য বৃদ্ধির অন্যতম কারণ বলছেন।
বাজার করতে আসা রিকশাচালক আব্দুল মান্নান বলেন, কয়েকদিন আগেও একশ টাকায় আলু, পটল, মরিচ ও ঢেঁড়স কিনতে পারতাম, কিন্তু এখন আলু ও পটল কিনতেই একশ টাকা লাগে। বর্তমানে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে গেছে।
মফিজ উদ্দিন নামে কাঁচামাল ব্যবসায়ী বলছেন, ‘গত কয়েকদিনের আবহাওয়া পরিবর্তনের কারণে সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করে দাম বেড়েছে। তবে আশা করছি কয়েক দিনের মধ্যেই বাজার স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে বাজার করতে আসা খেটে খাওয়া সাধারণ মানুষদের দাবি, বাজার মনিটরিং করার জন্য সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। যাতে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন অযুহাত দেখিয়ে মূল্য বৃদ্ধির সুযোগ গ্রহণ করতে না পারে।
আরও পড়ুন:








