কিশোরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়াকে কেন্দ্র করে জমি দখল ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনের বিরুদ্ধে।
শনিবার দুপুরে ভুক্তভোগী নূর মোহাম্মদ আতাউল হক তানভীর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে শুক্রবার রাতে শহরের গাইটাল ফার্মের মোড়ে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, পারিবারিক প্রয়োজনে তানভীর রুবেলের নানুর কাছ থেকে সুদের ওপর ৫ লাখ টাকা ধার নেন। গত নয় মাস ধরে নিয়মিত ৪০ হাজার টাকা সুদ পরিশোধ করলেও সম্প্রতি তিনি তা দিতে ব্যর্থ হন। এর জের ধরে শুক্রবার রাতে রুবেল তার দলবল নিয়ে তানভীরের বাড়ির দেয়াল ভেঙে জমি দখলের চেষ্টা করেন। তবে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে দখল প্রক্রিয়া থেমে যায়।
ভুক্তভোগী তানভীর অভিযোগ করে বলেন, রুবেল দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক জমি দখলের ষড়যন্ত্র করে আসছে। থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। গত মাসে এক সালিশ বৈঠকে প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দেয়। যে কোনো সময় সে ও তার লোকজন অতর্কিত হামলা চালাতে পারে। জমি দখলের জন্য বিভিন্ন চুক্তির ফাঁদও পেতেছে তারা। এতে আমাদের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রুবেল রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে এলাকায় চাপ সৃষ্টি করেন। সুদের টাকা আদায় ও জমি দখলের অভিযোগ নিয়ে ফার্মের মোড় এলাকায় ব্যাপক আলোচনা চলছে। তারা আরও বলেন, সুদের টাকা লেনদেন এখন এলাকায় এক ধরনের “অপ্রকাশিত মহামারী”তে পরিণত হয়েছে। এর কারণে অনেকে সর্বস্বান্ত হয়ে পড়ছেন।
পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, আমি স্পষ্ট বলছি, রুবেল হোক আর কেউ হোক—এ ধরনের অপকর্ম দল কখনো সমর্থন করবে না। আমি বিষয়টি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে জানিয়েছি। কিশোরগঞ্জ সদর থানার ওসিকেও অবহিত করেছি। যে অন্যায় করবে, তার শাস্তি তাকে পেতেই হবে।
আরও পড়ুন:








