টাঙ্গাইলের সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তিন শিশুর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার দুপুরে কাতুলি ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম মনিরা আক্তার (১১)। সে সদর উপজেলার কেশন মাইজাল এলাকার মনিরুজ্জামানের মেয়ে। নিখোঁজ রয়েছে একই উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দিনের দুই মেয়ে আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই তিন কিশোরী তাদের খালাতো বোনের বিয়ের দাওয়াতে যোগ দিতে ঘোষপাড়া এলাকায় বেড়াতে আসে। শনিবার দুপুরে তারা পরিবারের অজান্তে দোকানে যাওয়ার কথা বলে বের হয়। পরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে যায় তিনজনই।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মনিরার মরদেহ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








