রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

লালমনিরহাটে থানা অবরুদ্ধ মামলায় বহিষ্কৃত যুবদল নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৯:৪৮

আপডেট: ৪ অক্টোবর, ২০২৫ ২০:৪৭

শেয়ার

লালমনিরহাটে থানা অবরুদ্ধ মামলায় বহিষ্কৃত যুবদল নেতা আটক
ছবি: বাংলা এডিশন

লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করার মামলায় উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার আমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ। তিনি ওই উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত খন্দকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২ জুলাই সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিতে দুষ্কৃতিকারীরা পাটগ্রাম থানা অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময় পাটগ্রাম থানা হাতীবান্ধা থানার সহযোগিতা চাইলে, হাতীবান্ধা বিএনপির নেতাকর্মীরা পুলিশের গতি রোধ করে নিজেরাই থানাটি অবরুদ্ধ করে রাখেন। এতে করে সরকারি কার্যক্রমে বিঘ্ন ঘটে।

ঘটনার দুই দিন পর, ৪ জুলাই হাতীবান্ধা থানায় বিএনপির ২৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ২নং আসামী হাতীবান্ধা উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলুকে শনিবার দুপুরে আমতলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, থানা অবরুদ্ধ করার মামলার এজাহারনামীয় ২নং আসামী ইউনুস আলী লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close