রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

নেত্রকোনায় ফায়ার ফাইটার শামীমের নামে পাঠাগার উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৯:৩৮

শেয়ার

নেত্রকোনায় ফায়ার ফাইটার শামীমের নামে পাঠাগার উদ্বোধন
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গোডাউনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো অগ্নিনির্বাপক শহীদ শামীম আহমেদের নামে পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামে স্থানীয় যুবসমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদ স্মৃতি পাঠাগার’ এর নামফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. ইমদাদুল হক তালুকদার।

উদ্বোধনী মুহূর্তে শহীদের শিশু পুত্র নাবিল আহমেদও পাশে ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোণার সিনিয়র স্টেশন অফিসার খানে আলম, কেন্দুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, শহীদের বড় ভাই মোহাম্মদ রুহুল আমিন, চাচাতো ভাই আব্দুল বারী বকুল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পাঠাগার সংলগ্ন মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ শামীম আহমেদের ত্যাগ ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। শহীদের বড় ভাই মোহাম্মদ রুহুল আমিন শামীমের স্ত্রী ও সন্তানের পাশে সমাজের সবাইকে থাকার আহ্বান জানান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা খানে আলম ও ইউএনও ড. ইমদাদুল হক তালুকদারও পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান শেষে শহীদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউএনও ড. ইমদাদুল হক তালুকদার বলেন, “জনগণের জানমাল রক্ষায় আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদের জীবন বিসর্জন ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে।”



banner close
banner close