রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

সিলোনিয়া দুর্ঘটনায় ফেনীতে নিরাপদ সড়ক আন্দোলনের স্মারকলিপি প্রদান

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ১৩:০৭

শেয়ার

সিলোনিয়া দুর্ঘটনায় ফেনীতে নিরাপদ সড়ক আন্দোলনের স্মারকলিপি প্রদান
ছবি: সংগৃহীত

ফেনীর সিলোনিয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা ও দাগনভূঁঞা উপজেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে জানান, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন, ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, আহত ও নিহতদের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে এবং সুগন্ধা বাসসহ অন্যান্য যানবাহনের বিষয়ে সোমবার জেলা প্রশাসন, পুলিশ ও পরিবহন নেতাদের সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

নিরাপদ সড়ক আন্দোলনের উত্থাপিত দাবি সমূহ:

১. যানজট নিরসন ও বিশৃঙ্খলার প্রধান কারণ সুগন্ধা, বসুরহাট সুপারসহ অন্যান্য বাস কাউন্টারগুলো রাস্তার মোড়ে অবস্থিত, দ্রুত সময়ের মধ্যে এসব কাউন্টার সরিয়ে নেয়া।

২. সিলোনিয়ার ঘটনার সঠিক তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ।

৩. ফিটনেস ও লাইসেন্সবিহীন কোনো লোকাল বাস যাতে রাস্তায় চলাচল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি।

৪. অতিরিক্ত গতিরোধে নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ ও তা বাস্তবায়ন করা।

৫. লাইসেন্সবিহীন কোনো চালক যাতে গাড়ি চালাতে না পারে, তা নিশ্চিত করা।

৬. সুগন্ধা দ্রুতযান সার্ভিসসহ সকল পরিবহন শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া গ্রহণে বাধ্য করা।

৭. ফেনীনোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে রাস্তার ওপর যাতে বাজার না বসে, সে বিষয়ে ব্যবস্থা নেয়া।

৮. নিয়মিত মনিটরিং জোরদার করা এবং সড়কে সিসিটিভি স্থাপন ও স্বয়ংক্রিয়ভাবে দ্রুতগতির যান চলাচল রোধে পদক্ষেপ নেয়া।

৯. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল রাস্তা ক্রসিং এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ।

নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলা নয়, দায়িত্বশীলভাবে নিরাপদ সড়ক চাই। ফেনীতে যেনো আর কোনো প্রাণ সড়কে না ঝরে।’



banner close
banner close