রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

আখাউড়ায় ট্রেন থেকে বিপুল ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ২১:০৮

শেয়ার

আখাউড়ায় ট্রেন থেকে বিপুল ভারতীয় পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় লাগেজ ভ্যান তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, ২৭০ কেজি বাসমতি চাল, ১০২ কেজি কিসমিস এবং ৩৩৭ কেজি ফুচকা। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর আখাউড়া ক্যাম্প ও আখাউড়া রেলওয়ে থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে এই চালানটি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কোনো মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close