চাঁদপুরকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘ক্লীন চাঁদপুর পরিবার’। শহরজুড়ে স্বেচ্ছাশ্রম ও জনসচেতনতামূলক নানা উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যেই সকলের দৃষ্টি কেড়েছে এ সংগঠন।
সংগঠনটির উদ্যোগে সম্প্রতি যেসব কার্যক্রম সম্পন্ন হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেে- ট্রাক রোডের কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতিসৌধ সংস্কার ও রঙকরণ, শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন সংস্কার, স্কুল ভিজিট, ডাস্টবিন প্রদান ও শিক্ষার্থীদের সচেতনতামূলক মোটিভেশনাল সেশন, এইচ.এস.সি পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ, বৃক্ষরোপণ ও ছাদবাগান প্রকল্প চালু, অটো, সিএনজি ও রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ, লেকের পাড়ে গাছ রোপণ ও লেক পরিষ্কার, শহরের ভাঙা রাস্তা সাময়িক মেরামত, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবক সচেতনতামূলক সভা, হরিজন সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও সমস্যা সমাধানে আলোচনা, জেলে সম্প্রদায়ের সাথে ইলিশ মাছ নিয়ে মতবিনিময় ও সর্বশেষ দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসনে স্বেচ্ছাশ্রম।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান আকাশ বলেন, “এই প্রতিটি কাজ সম্ভব হয়েছে ক্লীন চাঁদপুর পরিবারের প্রতিটি সদস্যের নিবেদন, ভালোবাসা ও একতাবদ্ধ প্রচেষ্টার কারণে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগে আগামীতে চাঁদপুর হবে একটি পরিষ্কার, সুন্দর ও স্বাস্থ্যসম্মত শহর।”
নগরবাসী বলছেন, ক্লীন চাঁদপুর পরিবারের এ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহরের তরুণদের অংশগ্রহণ বাড়লে এই কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন তারা।
চাঁদপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আশা প্রকাশ করেছেন, এ ধরনের নাগরিক সচেতনতা ও স্বেচ্ছাশ্রমভিত্তিক উদ্যোগ চাঁদপুরকে ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর রূপান্তরে সহায়ক হবে।
আরও পড়ুন:








