রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ১৬:৪৭

আপডেট: ৩ অক্টোবর, ২০২৫ ১৬:৪৮

শেয়ার

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নারিকেল গাছে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর থানাধীন সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানি মাদরাসার হেফজখানার নিয়মিত ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দা হাতে নিয়ে বাড়ির আঙিনায় থাকা নারিকেল গাছে চড়ে সিফাত। একপর্যায়ে দা দিয়ে ডাব কাটতে গেলে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে স্পর্শ লাগে। মুহূর্তেই গাছ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে গাছেই ঝুলে থাকে সিফাতের নিথর দেহ।

খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



banner close
banner close