রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় শুরু হলো মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫ ১৫:১৬

শেয়ার

বগুড়ায় শুরু হলো মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা
ছবি: সংগৃহীত

বগুড়ায় উদ্বোধন হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহরের ঠনঠনিয়া মেডিক্যাল মাঠে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে এ মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রানু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম রানু বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প হলো দেশের অর্থনীতির প্রাণশক্তি। এ মেলার মাধ্যমে স্থানীয় শিল্পীরা যেমন তাদের পণ্যের প্রদর্শনী ও বিপণনের সুযোগ পাচ্ছেন, তেমনি ভোক্তারাও স্থানীয় ঐতিহ্যবাহী ও মানসম্পন্ন পণ্য সংগ্রহের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির বগুড়া শাখার যুগ্ম মুখ্য সমন্বয়কারী রাফিয়া রাফি। তিনি বলেন, ‘গ্রামীণ উদ্যোক্তাদের বিকাশ ও নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ও কুটির শিল্প অপরিসীম ভূমিকা রাখছে। এমন আয়োজন গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।’

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ জেলার সিনিয়র সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

মেলায় স্থান পেয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী হস্তশিল্প, মৃৎশিল্প, তাঁতের পণ্য, জুটজাত দ্রব্য, গ্রামীণ খাদ্যপণ্যসহ নানা ধরনের স্টল। উদ্যোক্তারা জানান, মাসব্যাপী এ আয়োজনের মাধ্যমে তারা নিজেদের পণ্য বৃহত্তর পরিসরে পরিচিত করার সুযোগ পাবেন।

উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই সাংবাদিক ইউনিয়ন বগুড়ার এ উদ্যোগ। যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিকে একসাথে সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।



banner close
banner close