জয়পুরহাটের কালাইয়ে জ্বীনের মাধ্যমে চিকিৎসার নামে প্রতারণা টিউমার থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। ঝাড়-ফুক,তেল পড়া,পানি পড়াসহ অপারেশনের নামে হাতিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার টাকা।
সরজমিনে গিয়ে দেখা যায় কালাই উপজেলার পুনট নয়াপাড়া গ্রামে জ্বিন হাসিলকারী মহিলা জাহেরা যিনি নিজেকে পরিচয় দেন বানেসা পরী নামে। সপ্তাহে চারদিন রোগী দেখেন তিনি। বাবা ও বোন জামাই এর সহযোগীতাই বাবার বাড়িতেই গড়ে তুলেছেন তার এই তথাকথিত চিকিৎসালয়।
প্রায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে প্রায় অর্ধশত রোগী প্রাইভেটকার, সিএনজি,অটোরিকশা ও ভ্যানে করে তাঁর কাছে আসেন জ্বিন দ্বারা চিকিৎসা নেয়ার জন্য। চিকিৎসা সেবা প্রদান এর জন্য ধরতে হয় সিরিয়াল সেজন্য জন্য প্রতি রোগীর কাছ থেকে নেওয়া হয় ৩০ টাকা ভিজিট। চিকিৎসার নামে দেওয়া হয় আঙ্গুল দিয়ে ইনজেকশন। রোগের ধরণ অনুযায়ী জ্বিন দিয়ে অপারেশন করার নামে ফি নেওয়া হয় হাজার হাজার টাকা। প্রতারণার এই ব্যবসার মাধ্যমে মাসে মাসে হাতিয়ে নেনে প্রায় অর্ধলক্ষাধিক টাকা।
ঐ এলাকার মাহতাব আলী প্রামাণিক বলেন, উনি বুঝ যেটা দিচ্ছে এটা প্রতারণামুলুক, এটা জায়েজ নয় এবং এটা ঠিক নয়। এই প্রতারণা ব্যবসা বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
গ্রামবাসীরা জানান, এটা একটা ইসলাম বিরোধী কাজ। আমরা চাই গ্রাম থেকে এই প্রতারণা ব্যবসা বন্ধ হোক।
এলাকাবাসীর অভিযোগ, কোনো সাংবাদিক রিপোর্ট করতে গেলে জাহেরার পরিবারের সদস্যরা নানা রকম বাধা দেন। কখনও অনুরোধ, কখনও অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেন।
এদিকে কবিরাজ জ্বিন হাসিলকারি জাহেরার কবল থেকে রক্ষার জন্য গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর ইতিমধ্যে অভিযোগ প্রেরণ করেছেন।
এবিষয়ে জ্বিন হাসিলকারি কবিরাজ জাহেরা ওরফে বানেসা পরির সাথে দেখা করে কথা বলতে চাইলে তার বোনের স্বামী জাহিদুল ইসলাম তাতে বাধা দেন। এক পর্যায়ে জানান জাহেরা ওরফে বানেসা পরী নাকি অসুস্থ। তার সাথে কথা বলা যাবেনা। যা বলার তাদেরকে বলতে হবে।
এক পর্যায়ে জ্বীন দাবি করে এলাকা থেকে চলে যান বানেসা পরী। তিনি বলেন আমাকে সাইড দেন আমি চলে যাবো।সামনে থেকে জানালা থেকে সরে যান। আমি জিন দিয়ে পানি পড়া, তেল পড়া, ঝাড়ফুক দেই।
কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, পুনটের নয়া পাড়ার যে বিষয়টি আমি জেনেছি ঐ গ্রামে একজন ব্যক্তি ভিন্ন পরিচয় ব্যবহার করে জিন দারা ঝাড়ফুকের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে। সেখানে আমি আমাদের কালাইয়ের নাগরিকদের আহবান করবো তারা যেন এই ধরনের অন্ধ বিশ্বাসে বিশ্বাস না করেন। আর যিনি এই ধরনের কাজ করছেন তার ব্যাপারে আমরা ব্যবস্থা নিবো প্রশাসন থেকে কারণ এভাবে মানুষকে ভিন্ন একটি মিথ্যা জ্ঞানে নিয়ে আসা এক ধরনের ঠকানো।
আরও পড়ুন:








