রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যা: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৬:৫০

শেয়ার

বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যা:  মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে যুবদল নেতা রাহুল হত্যার ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া পশ্চিমপাড়া এলাকায় এলোপাথাড়ি ছুরিকাঘাতে রাহুলকে হত্যা করা হয়। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, নিহত রাহুল ওইদিন স্থানীয় একটি পুকুরে মাছ ধরতে গেলে পুকুরের লিজ নিয়ে তার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ থাকা জামিল হোসেন (৪৫) ও তার সহযোগীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামিল ও তার সহযোগীরা রাহুলকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ডিবি পুলিশ মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ডিবির একটি টিম রাতে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জামিল হোসেনকে গ্রেফতার করে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) রাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত জামিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি সূত্র জানায়, জামিলের বিরুদ্ধে এর আগেও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।



banner close
banner close