রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ত্রাণবাহী নৌযানের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১৬:৩৭

শেয়ার

ত্রাণবাহী নৌযানের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

ফিলিস্তিনে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’নৌযান ও মানবাধিকার কর্মীদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা ও আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। চাকসু নির্বাচনে অংশ নেয়া 'অহিংস শিক্ষার্থী ঐক্য' প্যানেল এই মানববন্ধনের উদ্যােগ নেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন আয়োজিত হয়।

এসময় 'অহিংস শিক্ষার্থী ঐক্য' প্যানেলের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, “প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়ানো। 'গ্লোভাল সুমুদ ফ্লোটিলা' মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের এই নৈতিক কাজে ব্যাঘাত ঘটিয়ে ইসরাইল প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী রাষ্ট্র।”

এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দল, মত, নির্বিশেষে সকলের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।



banner close
banner close