রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী সাইফুলের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ২৩:০৩

আপডেট: ১ অক্টোবর, ২০২৫ ২৩:০৪

শেয়ার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী সাইফুলের মৃত্যু
ছবি:বাংলা এডিশন

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামের পােড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৪) নামের এক ব্যবসায়ি নিহত হয়েছেন। নিহত সাইফুল মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামের টুকু মিয়ার ছেলে। আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকার সূত্রে জানা যায়, সাইফুল শ্যালোইঞ্জিন চালিত নছিমনযােগে হার্ডওয়ার সামগ্রী গাংনী বাজারে ডেলিভারি করে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে,দ্রুতগামী যানবাহন তাকে ধাক্কা দিয়ে সটকে পড়ে। এসময় পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় সড়কের উপর পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকালিত যানবাহন সনাক্তের চেষ্টা চলছে।



banner close
banner close