রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫ ১৯:৫৩

শেয়ার

সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ভবন মালিককে লিখিতভাবে ঘর ছাড়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

গত রোববার (২৮ আগস্ট) বাংলাদশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত পত্রে ভবন মালিককে জানানো হয়, আজ বুধবার (১ অক্টোবর) ভবনটি থেকে ভিসা সেন্টারটি খালি করা হবে।

২০১৯ সালের ১ জানুয়ারি থেকে শহরের ইটাগাছা এলাকায় সংগ্রাম প্লাজায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি চালু করেছিল বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশন।

ভবনটির ম্যানেজার লক্ষীনাথ গাইন জানান, এক মাস আগে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটির কর্তৃপক্ষ ঘর ছাড়ার জন্য একটি পত্র দিয়েছিল। তারা জানিয়েছে, সাতক্ষীরায় ভিসা অফিস রাখবে না। ভাড়া নিয়ে অফিস পরিচালনা করতেন তারা।

চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুই মাস চালু ছিল সেন্টারটি। এরপর থেকে অফিসটি তালাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



banner close
banner close