পটুয়াখালীর বাউফলে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি গোবিন্দ ঘরামীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-আট, পটুয়াখালী এবং র্যাব-এক গাজীপুর যৌথভাবে মঙ্গলবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার মৌলাইদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন, পটুয়াখালীর র্যাব-আট-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।
গ্রেপ্তারকৃত গোবিন্দ ঘরামী রঙ্গেশ্বর ঘরামীর ছেলে। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা গ্রামে।
র্যাব সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে চলতি বছরের ২১ মার্চ প্রতিপক্ষরা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মো. শাহ আলম রাঢ়ীকে। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








