রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সোনামসজিদ স্থলবন্দরে চোরাকারবারীরা সক্রিয় হওয়ায় ব্যবসায়ীদের ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৪০

শেয়ার

সোনামসজিদ স্থলবন্দরে চোরাকারবারীরা সক্রিয় হওয়ায় ব্যবসায়ীদের ক্ষোভ
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুর স্থলবন্দরে একটি চোরাকারবারী সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি এবং সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

তারা জানান, দীর্ঘদিন ধরে এ বন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি হয়ে আসছে। এ খাত থেকে সরকার প্রতিবছর প্রায় এক হাজার দুইশত কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা বৈধ পথে এ বন্দর ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি সীমান্তের দুই পাশে ভারতীয় ট্রাক চালকদের যোগসাজসে একটি চোরাকারবারী সিন্ডিকেট সক্রিয় হয়েছে। বৈধ আমদানি পণ্যের আড়ালে মোবাইল ফোন, ফেন্সিডিলসহ মাদকদ্রব্য চোরাচালানের চেষ্টা চলছে।

সবশেষ ২৪ সেপ্টেম্বর বিকেলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করা পাথরের ভেতরে লুকানো একটি চোরাই চালান জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ওই চালানে দামি ব্র্যান্ডের আইফোনসহ মোট ৪২টি মোবাইল ফোন পাওয়া যায়। সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান জানান, পাথর বোঝাই ট্রাকের ইঞ্জিনের ভেতরে বিশেষ কায়দায় মোবাইলগুলো লুকানো হয়েছিল।

এই ঘটনায় আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আরিফ উদ্দিন ইতি বলেন, বৈধ পথে অবৈধ মালামাল প্রবেশের কারণে আমাদের সুনাম নষ্ট হচ্ছে। একই সঙ্গে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

তিনি আরও দাবি করেন, চোরাচালান সিন্ডিকেটের কারণে বন্দরভিত্তিক বৈধ ব্যবসা হুমকির মুখে পড়েছে। অবিলম্বে বিজিবি, কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীকে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।



banner close
banner close