ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতা এসএম মনির (৬৪) চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দর্শনা ইমিগ্রেশনের কর্মকর্তা এস আই তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম মনির গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী।
তিনি গোপালগঞ্জ সদরের ব্যাংক পাড়ার জহিরুল হকের ছেলে। তার পাসপোর্ট নম্বর A15211164.
তার নামে গত ২২ শে জুলাই গোপালগঞ্জ সদর থানায় - এনসিপির রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতার মামলা দায়ের হয়। মামলা নম্বর-২১/২২-৭-২০২৫ ইং গোপালগঞ্জ।
গ্রেপ্তার আওয়ামীলীগের নেতা এসএম মনির জানান, তিনি চিকিৎসার জন্য দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন।
গ্রেপ্তারের পর সন্ধ্যা সাতটায় ইমিগ্রেশন পুলিশ তাকে দর্শনা থানায় সোপর্দ করেছে।
আরও পড়ুন:








