গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে দেহ ব্যবসায় বাধ্য করা ও মাদক সেবনের অভিযোগে এক স্বামী এবং এক খদ্দেরকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ ভুক্তভোগীর স্বামী কামাল উদ্দিন (৪০) কে ছয় মাস ও খদ্দের মানিক মিয়াকে (৩০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভুক্তভোগী স্ত্রীর অভিযোগে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী নেশার টাকার জন্য মাদক বিক্রি ও তাকে মাদক সেবন করে দেহ ব্যবসায় নামতে চাপ দিতেন। তিনি রাজি না হলে শারীরিক নির্যাতন করতেন। সর্বশেষ গত মঙ্গলবার রাতে স্বামী অজ্ঞাত কয়েকজনকে ঘরে পাঠালে স্ত্রী চিৎকার দিলে তারা পালিয়ে যায়। এরপর স্বামী সিগারেটের আগুনে স্ত্রীকে নির্যাতন করেন। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করে। পরে পুলিশ দুইজনকে আটক করে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, মাদক সেবনের অভিযোগে আলাদা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে স্বামীকে ছয় মাস ও খদ্দেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








