রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ফেনীতে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৭

শেয়ার

ফেনীতে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক
ছবি: বাংলা এডিশন

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালের দিকে পৌর এলাকার জগতপুর গ্রামের গফুর ভান্ডারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলমগীর হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং পেশায় ট্রাক চালক ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একইসাথে অভিযুক্ত স্ত্রী খালেদা ইয়াসমিন (৩২)-কে আটক করে থানায় নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০০২ সালে আলমগীরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ইয়াসমিনের। শুরুতে সংসার ভালোই চললেও কয়েক বছর আগে নারায়ণগঞ্জে আরেকটি বিয়ে করেন আলমগীর। এরপর থেকে প্রথম স্ত্রী ইয়াসমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। সোমবার রাতে আলমগীর বাড়ি ফেরেন। মঙ্গলবার সকালে তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ইয়াসমিন স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close