কুষ্টিয়ার ভেড়ামারার তালেবুর রহমান টুকু নামের বালুরঘাটের হিসাবরক্ষক ১৬দিন ধরে নিখোঁজ রয়েছেন। বিভিন্ন মাধ্যমে সম্ভব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। গত ১৫ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান চান পরিবার।
নিখোঁজ তালেবুর রহমান টুকু (৫২) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি এলাকার মৃত সুরাত আলীর ছেলে। সে নাটোরের লালপুরে পদ্মা নদীতে বালুর ঘাটে হিসাবরক্ষক হিসেবে একটি ইজারাদার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরিবার ও স্বজনদের অভিযোগ- তালেবুর রহমান টুকু অপহরণের শিকার হয়েছেন। নিখোঁজের ১৬ দিন অতিবাহিত হলেও তার সন্ধান না পাওয়াই পুলিশের দায়িত্ব ও কর্তব্যের অবহেলাকে দায়ী করছেন তারা।
নিখোঁজ টুকুর বড় ভাই জারমান আলী বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে আমার আপন ছোট ভাই টুকু নিখোঁজ রয়েছে। সে নাটোরের লালপুরে মোল্লা ট্রেডার্স নামে ইজারাকৃত বালির ঘাটে হিসাব নিকাশ দেখাশোনা করত। ঘটনার দিন বালুর ঘাট থেকে নৌকা যোগে রাত সাড়ে ৭ টার দিকে ভেড়ামারা রায়টা পাথর ঘাটে পৌঁছায়। এ সময় আমার ছোট ভাইয়ের স্ত্রী নাসিমা খাতুন তার ফোনে যোগাযোগ করলে সে বলে যে, 'আমি কিছুক্ষনের মধ্যে সিএনজিতে উঠে বাসায় ফিরব।' কিন্তু সে আর বাড়ি ফিরিনি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত ১৬ দিন ধরে সে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় একটি জিডি করি। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমার ভাইয়ের কোন খবর জানাতে পারেনি। আমরা পুলিশের সাথে যোগাযোগ করলে তারা শুধু বলছে তদন্ত চলছে। আসলে তারা কি তদন্ত করছে, তা আমরা কিছুই বুঝতে পারছি না।
নিখোঁজ টুকুর বড় ভাই জারমান আলী আরও বলেন, আমার ভাই নিখোঁজের ১৬ দিন অতিবাহিত হলেও আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাই নাই। এ ঘটনায় আমি এবং আমার পরিবার পরিজন নানা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি। আমরা তার সন্ধান চাই।
এঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হোসেন বলেন, আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখনো পর্যন্ত কোনো ক্লু হাতে আসেনি।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, টুকু নামের একব্যক্তি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি জানার পর থেকে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন:








