রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নিজাম হাজারীসহ ১৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৭

শেয়ার

নিজাম হাজারীসহ ১৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
ছবি: বাংলা এডিশন

ফেনীর নিজাম উদ্দিন হাজারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে ৪০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ার পর স্নিগ্ধ ওভারসিজ লিমিটেডের মালিক, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে আদালত অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পাসপোর্ট, কভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক খরচের অজুহাতে প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকার বদলে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ৩,৭৮৭ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠিয়ে প্রায় ৪০ কোটি ৭১ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলী ও সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রোববার গুলশান থানায় দায়ের করা হয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ তদন্ত পরিচালনা করছে।

এদিকে দুদকের আবেদনের ভিত্তিতে গত ২৫ মে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালত অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। অনুসন্ধানকালে জানা গেছে, নিজাম উদ্দিন হাজারী ইতোমধ্যেই দেশত্যাগ করেছেন এবং বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন।



banner close
banner close