পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী চরের শতাধিক ভূমিহীন পরিবার ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হয়ে দালালের হয়রানির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। ভূমি অধিগ্রহণ (এলএ) অফিসের চিহ্নিত দালাল দুলাল মাদবরের নিরব চাঁদাবাজি ও দীর্ঘদিনের হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সকালে পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীরা।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, সরকারি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও, দুলাল মাদবর নানাভাবে এ প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করছেন। তিনি ভূমিহীনদের কাছ থেকে ঘুষ দাবি করেন, আবার নানা অজুহাতে ফাইল ঘুরিয়ে দেন। এর ফলে বহু পরিবার বছরের পর বছর ধরে ক্ষতিপূরণের টাকা তুলতে পারছেন না।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ‘একদিকে আমরা জমি হারিয়ে নিঃস্ব হয়েছি, অন্যদিকে ক্ষতিপূরণের টাকা পেতেও চাঁদাবাজির শিকার হচ্ছি। কিছু অসাধু কর্মকর্তা দালালদের সহযোগিতা না করলে আমরা এতদিনে পাওনা টাকা পেয়ে যেতাম।’তারা দ্রুত এ অনিয়ম বন্ধ করে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, দালাল দুলাল মাদবর প্রভাবশালী হওয়ার কারণে তার বিরুদ্ধে কথা বললে উল্টো ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে নিরব চাঁদাবাজির শিকার হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিনারা বেগম, নয়ন গাজী, সোহাগ কারিকর, তানজিলা আক্তার, রেজাউল কারিকর, মোস্তফা কারিকর প্রমুখ। তারা প্রশাসনের প্রতি অনতিবিলম্বে দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ঘটনা শুধু ক্ষতিপূরণ প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করছে না, বরং সাধারণ মানুষ সরকারের উন্নয়ন প্রকল্পে আস্থাহীন হয়ে পড়ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন:








