রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২৩

শেয়ার

টাঙ্গাইলে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ দুই যুগ পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

জানা যায়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের রাস্তায় অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্যক্তের শিকার হতে হতো। এছাড়া অবৈধ দোকানগুলো যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছিল। প্রায় ২৬ বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা ওই সড়কের দুই পাশে ‘বিবিএ’এর জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তা মানা হয়নি। শেষ পর্যন্ত প্রশাসন কঠোর অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান চালায়।

অভিযান সম্পর্কে মো. রাজিব হোসেন বলেন, এই দোকানগুলোতে বখাটে ছেলেরা নিয়মিত আড্ডা দিত। ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়েছি বেশ কয়েকবার। অনেকে সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া দিয়ে মালিক সেজেছিল। আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সেতু কর্তৃপক্ষ সহযোগিতা করে।



banner close
banner close