চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের আজিজুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির মাথা ও দেহ আলাদা হয়ে যাওয়ায় তাকে চেনা সম্ভব হয়নি। তবে মৃত ব্যক্তির ফোনে থাকা কয়েকটি নাম্বারে যোগাযোগ করা হয়েছে, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে এটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহতের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
আরও পড়ুন:








