রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ক্যাম্প ঘেরাও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০০

শেয়ার

নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ক্যাম্প ঘেরাও
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরির অভিযোগে আটক আব্দুল্লাহ (২৩) নামে এক যুবক পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা। শনিবার (২৭ সেপ্টেম্বর) তাকে বাড়াইল গ্রাম থেকে আটক করে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। আহত অবস্থায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলে, পরিবারের অভিযোগ – সেখানেই নির্যাতনের কারণে তার মৃত্যু হয়।

রবিবার বিকেলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ভাই সাকিল মিয়া নবীনগর থানায় সলিমগঞ্জ ক্যাম্প ইনচার্জসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার প্রতিবাদে রবিবার সকালে এলাকাবাসী সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন ক্যাম্পটি সাময়িক বন্ধ করে এবং সেনা মোতায়েন করে।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close