রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: মিরসরাইয়ে উপদেষ্টা ফারুক-ই-আজম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১৫

শেয়ার

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: মিরসরাইয়ে উপদেষ্টা ফারুক-ই-আজম
ছবি: বাংলা এডিশন

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী নির্বাচন আর হবে না। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন কমিশন ও সরকার সবাই প্রস্তুত রয়েছে। জনগণ যাকে পছন্দ করবে তাকেই সরকার হিসেবে মেনে নেয়া হবে।

সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে পার্বত্য চট্টগ্রামের ঘটনার প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি শুনেছি, আমি দেখি নাই। পূজা যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেটাই এখন আমাদের মূল লক্ষ্য। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন আছেন, তারা ব্যবস্থা নেবেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমুখ।



banner close
banner close