রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে বিদেশে চাকরির নামে ১০ লাখ টাকা আত্মসাৎ, আদালতে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৬

শেয়ার

সিরাজগঞ্জে বিদেশে চাকরির নামে ১০ লাখ টাকা আত্মসাৎ, আদালতে মামলা
ছবি: বাংলা এডিশন

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক যুবকের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হক আদালতে মামলা করেছেন। মামলার নম্বর পিটি-১৫০/২৫ রায়, তারিখ ২৮ এপ্রিল ২০২৫।

অভিযোগ সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের বেল্লাল হোসেনের ছেলে এনামুল হককে মাসিক ৫০ হাজার টাকা বেতনে বিদেশে চাকরির আশ্বাস দেন একই উপজেলার খোকসা হাট গ্রামের আব্দুল আজিজের ছেলে মোতালেব। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত কিস্তিতে এনামুল হক তাকে ৬ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে সৌদি আরবে পৌঁছে আরও ১ লাখ টাকা নেন প্রতারক চক্রের সদস্যরা।

এনামুল হকের পরিবার জানায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবে যাওয়ার পর এনামুল হক জানতে পারেন যে তাকে কাজের ভিসা নয়, ভ্রমণ ভিসায় পাঠানো হয়েছে। এর ফলে তিনি কাজ না পেয়ে সমস্যায় পড়েন এবং পরবর্তীতে সৌদি আরবের পুলিশ তাকে আটক করে। সাজা ভোগ শেষে চলতি বছরের ৫ আগস্ট দেশে ফেরেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, প্রতারণার মাধ্যমে মোট ৯ লাখ টাকারও বেশি আত্মসাৎ করেছে চক্রটি। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয়দের দাবি, আব্দুল আজিজ ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, প্রতারণার শিকার ব্যক্তি আদালতে মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত মোতালেব ও আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।



banner close
banner close